নিউইয়র্ক গ্যান্ড হায়াত হোটেলে গত শুক্রবার ও শনিবার পর পর দুই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব হুমায়ূন কবিরের সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আগামীর বাংলাদেশ কেমন হবে- এসব বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ূন কবির নেতৃবৃন্দকে মার্কিন প্রশাসনের সিনেটর, কংগ্রেসম্যান ও এষ্টেট ডিপার্টমেন্ট এবং নিজ এলাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন। আগামী এয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীরা যে ভোটার হবে সে বিষয়ে তিনি বাংলাদেশ এম্বাসি ও কনসুলেটের সাথে যোগাযোগ রক্ষা করার কথা বলেন। তিনি আরও বলেন, সমগ্র প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা, তাই বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনে তারা যেন সহজভাবে অংশগ্রহণ করতে পারে, সে দিকে দৃষ্টি...