শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল হত্যা মামলাসহ সাত মামলায় জামিন নেওয়ার পর ভারতে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই গোপনে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে শেরপুর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, “আমরা জামিন পেলেই পুলিশ নতুন নতুন মামলা দিয়ে আবারও জেলে পাঠায়। অথচ হত্যা মামলাসহ সাত মামলার আসামি কিভাবে মুক্তি পেয়ে দেশ ছাড়ল?” সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী অভিযোগ করে বলেন, “শেরপুরে বিএনপির কোনো...