শক্তিশালী অর্থনীতির দেশ জাপানে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন পরিচালক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা আশা করছেন, জাপান থেকে প্রতিবছর বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য, মেশিনারিজ, যন্ত্রপাতি, গাড়িসহ অন্যান্য জিনিস আমদানির বিপরীতে রপ্তানিরও সুযোগ রয়েছে। আর এ বিষয়টি সামনে রেখেই শীঘ্রই জাপান সফরে যাচ্ছে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও স্টিল ও আয়রন খাতের উদ্যোক্তা আমির হোসেন নূরানী। তিনি জানান, আগামী সপ্তাহ নাগাদ আমরা ব্যবসায়ীরা জাপান সফরে যাচ্ছি। আর এ সফরের মূল লক্ষ্য জাপানে রপ্তানি বাড়ানো। দেশটি থেকে বিপুল পরিমাণ আমদানি করা হয়, এটা ঠিক বিপরীতে আবার রপ্তানিও হতে পারে। জাপানের উদ্যোক্তারা এখন বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যের পাশাপাশি খাদ্যদ্রব্য, যেমস ফলমূল, শাক-সবজি, হিমায়িত মাছ, পাটপণ্য ও হোয়াইট ব্লু...