শতবর্ষী ও ঐতিহ্যবাহী মডেল স্কুলগুলো এখনো ধুঁকছে। হাজারো শিক্ষার্থী, শতকোটি টাকার সম্পত্তির পরও জাতীয়করণের মুখ দেখছে না এসব প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষক-কর্মচারীরাও দীর্ঘদিনের অপেক্ষায় এখন মানবেতর জীবন যাপন করছেন। তারা জানান, আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের পক্ষপাতমূলক আচরণের বলি এসব ঐতিহ্যবাহী স্কুল। সেই সময় প্রতিটি উপজেলা থেকে একটি স্কুল জাতীয়করণের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় এমপিদের পছন্দের কারণে দেড়শ’ বছরের স্কুলগুলোকে সরকারিকরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার আসার পর রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা সময়ের দাবি বলেও মনে করছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা।বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এই ২৭টি মডেল প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা ৬৯৩ জন। কর্মচারী রয়েছে ২৩৩ জন। শিক্ষার্থীর সংখ্যাও অন্তত ২০ হাজার। এসব প্রতিষ্ঠান মিলিয়ে শ’ শ’ কোটি টাকার সম্পত্তি রয়েছে। সরকার এটি সরকারিকরণ করলেও কোনো ক্ষতি নেই। বরং...