পাকিস্তানের ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপ (সিওপি)। প্রতিবেদনে ওই নির্বাচন প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করে নির্বাচনী পরিবেশ উন্নত করতে দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে। পাকিস্তানে গভীর রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। পাকিস্তানের নির্বাচন কমিশনের (পিইসি) আমন্ত্রণে পর্যবেক্ষক হিসেবে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট কমনওয়েলথ অবজারভার গ্রুপ (সিওজি) নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিয়েছিল। প্রায় দুই বছর পর নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সিওজি। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে-পরে কয়েকটি বিষয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা খর্ব হয়েছে। যেমন, নির্বাচনের আগে ইমরান খানের দলকে কোণঠাসা করা...