ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তার কক্ষে চেয়ারে বসে রোগী ভর্তি নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে সিকিউরিটি গার্ড তামিম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) চিকিৎসক মো. মাইন উদ্দিন খান। তিনি বলেন, ‘একজন সিকিউরিটি গার্ড কখনই এ ধরনের কাজ করতে পারে না। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ওই সিকিউরিটি গার্ডকে চাকরি থেকে বরখাস্ত করেছে। সেইসঙ্গে জরুরি বিভাগে সার্বক্ষণিক সেবা চালিয়ে যাওয়ার জন্য দুজন করে চিকিৎসক দায়িত্ব পালন করবেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে এ ধরনের ঘটনা আর কখনও ঘটবে না।’ এর আগে সোমবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তার কক্ষে চেয়ারে বসে...