মঙ্গলবার ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান ফের ১১ নভেম্বর দিন রেখেছেন। একইসঙ্গে তার পাসপোর্ট ফেরতের আবেদন নামমঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার। মডেল মেঘনা আলম তার জব্দ হওয়া পাসপোর্ট, ম্যাকবুক, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে গেল ২৯ জুলাই আদালতে আবেদন করেন। সেদিন তার ডিভাইসে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি না, তা পরীক্ষা করার নির্দেশ দেন আদালত। মামলার ধার্য তারিখে এদিন আদালতে হাজিরা দেন মেঘনা আলম। তাকে ‘কোরআন’ হাতে দেখা গেছে। মেঘনার আইনজীবী মহসিন রেজা পলাশ তার পাসপোর্ট ফেরত চেয়ে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, “মেঘনা আলম একজন লিডারশিপ ট্রেইনার। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায়ই তাকে দেশের বাইরে যেতে হয়। তার পাসপোর্ট ফেরত দেওয়ার প্রার্থনা করছি।” এর...