মাঠে নামলেই গোল পাচ্ছেন কিলিয়ান এমবাপে। এবার তিনি উপহার দিলেন দারুণ হ্যাটট্রিক। কয়রাত আলমাতিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল রেয়াল মাদ্রিদ। কাজাখস্তানের ক্লাবটির মাঠে মঙ্গলবার ৫-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকের পরের গোল দুটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস। দুই ম্যাচেই জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রেয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের তীব্র হতাশা এবং ছয় হাজার ৪০০ কিলোমিটারের দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে মাঠে নেমে শুরুতে কিছুটা নড়বড়ে দেখা যায় রেয়াল মাদ্রিদকে। ঐতিহাসিক উপলক্ষে প্রথম মিনিটেই গোল পেতে পারত আলমাতি; তবে ছয় বক্সের মুখে বল পেয়ে গোলরক্ষক বরাবর হেড করেন দলটির ফরোয়ার্ড দাস্তান। চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় রেয়াল। তবে প্রতি-আক্রমণে দ্রুত ডি-বক্সে ঢুকে শট লক্ষ্যে রাখতে পারেননি...