বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এক বিবৃতিতে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার বিরুদ্ধে আদালতে অনৈতিক চাপ প্রয়োগ ও তদবিরের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তাকে বর্তমান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে এ বিবৃতিতে। সংগঠনটির অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৩৩ এ চলমান সি.আর মামলা নং ৪১৮/২৩–এ সচিব লিয়াকত আলী মোল্লা আসামি আলী জাহির আল আমিনকে অব্যাহতি প্রদানে আদালতে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে আদালত আসামিকে চার্জগঠন ছাড়াই খালাস দেন। মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৬ এপ্রিল ইম্পালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইয়াসমিন বাদী হয়ে আলী জাহির আল আমিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ১৫ আগস্ট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করে। আদালত মামলাটি বিচারাধীন...