০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সনাতন ধর্ম্বালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাদুল্লাপুর উপজেলা শহরের অবস্থিত কেন্দ্রীয় বারোয়ারী মন্দির ও ভ’সি অফিস প্রাঙ্গণের কেন্দ্রীয় কালী মন্দিরের দুর্গা মণ্ডপসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন তিনি।এ সময় ডিআইজি জাহাঙ্গীর আলম মন্ডপে আসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। এ ছাড়া মন্ডবগুলোতে দায়িত্বরত আনসার ভিডিপির সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্য ও মন্ডপের পূজা কমিটির প্রতিনিধিসহ স্বেচ্ছাসেবকদের নানা রকম অনাকাঙ্কিত ঘটনা এড়াতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন রকম দিক নিদের্শনা মূলক পরামর্শ প্রদান করেন।দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ...