ঢাকা:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ব্যাপক হতাহত ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় এবং যুদ্ধ বন্ধে জোর দাবি তোলা হয়। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে ফিলিস্তিন দূতাবাসের জন্য বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকারের...