ভারতের গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আজ (মঙ্গলবার) নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠেছে। এবারের নারী বিশ্বকাপে আট দলের মধ্যে আছে বাংলাদেশও। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের দল। নারীদের এই বিশ্ব আসরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। সবশেষ ২০২২ আসরে প্রথমবার কোয়ালিফাই করেছিল লাল-সবুজের দল। প্রথমবার অংশ নিয়ে বড় কোনো সাফল্য পায়নি টাইগ্রেসরা। নারীদের বিশ্বমঞ্চে এখনও সেঞ্চুরি তুলে নিতে পারেননি বাংলাদেশের কেউ। প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়তে চান শারমিন আক্তার সুপ্তা। বর্তমানে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শারমিন সুপ্তা। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পান তিনি। আর সুযোগ পেয়েই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দেন শারমিন। ওই সিরিজ থেকেই ব্যাট হাতে নিয়মিত পারফর্ম...