০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ফের পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সুখ্যাতি। সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গাজার যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই প্রস্তাব সমর্থন করায় ট্রাম্পের কাছ থেকে দরাজ সার্টিফিকেট পেলেন তারা। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। তারা অসাধারণ। তারা সদ্য বিবৃতি দিয়ে জানিয়েছেন শান্তিচুক্তির উপর তাঁদের ভরসা রয়েছে।” পাকিস্তানের পাশাপাশি, বিভিন্ন মুসলিম দেশ এবং আরব দেশের নেতাদের ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন গাজা যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার নতুন প্রচেষ্টাকে সমর্থন জানানোর জন্য। ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবে রাজি হলে যুদ্ধ দ্রুত বন্ধ হবে। “বন্দিমুক্তির প্রস্তুতির...