জাতিসংঘের শরণার্থী বিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ‘ভুলে গেলে চলবে না যে, এই সংকটের উৎপত্তি মিয়ানমার থেকে এবং সেখানেই সমাধান রয়েছে।’ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘এ কথা আমরা বহুবার বলেছি। আজ এখানে বলা হয়েছে। তবে আমরা জড়তার পথে চলতে পারি না এবং কোনোভাবে একটি সমাধানের আশা করতে পারি না যখন একটি পুরো জনগোষ্ঠী নষ্ট হতে থাকে। রাখাইন উপদেষ্টা কমিশনের সুপারিশগুলো আগের মতোই প্রাসঙ্গিক এবং রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে ও টেকসই প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সম্পৃক্ততা জানাতে হবে। কিন্তু সাহসী পদক্ষেপ না নিলে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নেই। এগুলো এমন সমস্যা যা মানবতাবাদীরা একা সমাধান করতে পারে না।’ ইউএনএইচসিআর হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ তাদের...