জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যার ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরের শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাসদের কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহায়ক এদেশীয় বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বেআইনিভাবে পুনর্গঠিত করে উল্টো মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বিচারিক হত্যার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনকে অধিকতর প্রতিহিংসামূলক করতে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে এই আদালতের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, জয় বাংলা বাহিনীর উপপ্রধান, ১৯৭০ সালে বাংলাদেশের জাতীয় পতাকার...