০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম কিশোরগঞ্জের অষ্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু পূজা মন্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশারফ উদ্দিন হালিম, তত্ত্ব বিষয়ক সম্পাদক রাজিব হাসান খান, কৃষক দলের আহ্বায়ক মোঃ ইউনুস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তফসিরসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে...