সিরীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ওসামা অ্যালোমার একাধারে একজন খুদে গল্প লেখক, কবি এবং প্রাবন্ধিক। তবে আরবি সাহিত্যের ঐতিহ্য আল-কিসসা আল-কাসিরা জিদ্দান১ (খুবই সংক্ষিপ্ত গল্প) বা খুদে গল্প লেখায় তিনি ইতোমধ্যে পারঙ্গমতা অর্জন করেছেন। জগত বিখ্যাত সাহিত্যিক ফ্রানৎস কাফকা, আর্নেস্ট হেমিংওয়ে এবং আর্তুর র্যবোঁর অল্প কথার গল্প তাঁকে খুদে গল্প লেখায় প্রভাবিত করেছে। কেননা তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে, ‘খুদে গল্প হলো বন্দুক থেকে ছোড়া বুলেট, যা তীব্র গতিসম্পন্ন।’ ইতোমধ্যে ওসামা অ্যালোমার আরব বিশ্বের সীমানা পেরিয়ে পশ্চিমা দেশের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের, পাঠকের কাছে একজন খুদে গল্প লেখক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি রাজনৈতিক ও সামাজিক অসঙ্গতির বিষয় নিয়ে অস্পষ্ট মন্তব্য করে ছোট, বুদ্ধিদীপ্ত এবং তীক্ষè লেখায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তাঁর খুদে গল্পগুলো কাব্যিক এবং হাস্যরসাত্মক, যা ‘দাঁত এবং কামড়’ হিসেবে...