১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে এক নতুন সূর্যোদয় হয়েছিল। আজ সেই সূর্য ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে ২৭তম বছরে। চ্যানেল আই শুধু একটি টেলিভিশনের নাম নয়, বরং বাংলাদেশের গণমাধ্যমে এক আলোকবর্তিকা, যা দর্শকের হৃদয়ে জাগিয়েছে গভীর প্রত্যয়— “হৃদয়ে বাংলাদেশ”। বাংলাদেশের মাটি, মানুষ, প্রকৃতি, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গী হয়ে কোটি দর্শকের ভালোবাসায় চ্যানেল আই হয়ে উঠেছে সবার প্রাণের চ্যানেল। ২৬ বছরের বর্ণিল পথচলায় সংবাদ, সংস্কৃতি, বিনোদনসহ সব ক্ষেত্রেই চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছে অটলভাবে। চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবসময় প্রাধান্য দিয়েছে বাংলাদেশের মাটি-মানুষ ও প্রাণ-প্রকৃতিকে। কৃষি, কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে “হৃদয়ে মাটি ও মানুষ” অনুষ্ঠানটি বিশেষভাবে স্থান করে নিয়েছে বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে। প্রাণ-প্রকৃতি রক্ষায় “প্রকৃতি ও জীবন” অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক...