রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর জামিন নাকচ করেছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার মহানগর হাকিম সাইফুজ্জামান এ আদেশ দেন। বুবলীর পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘মামলার ঘটনার সঙ্গে এ আসামি জড়িত না। হয়রানি করতে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য। গত জাতীয় সংসদে সংসদ সদস্য পদে ছিলেন না। এজাহারে তার নাম ছিল না। সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্লোরিয়াস রাজনৈতিক ফ্যামিলি তাদের।’ বুবলী নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী। তার এই পরিচয় তুলে ধরে আইনজীবী অর্ণব বলেন, ‘তার জামিনের প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’ এরপর আদালত বুবলীর জামিন আবেদন নামঞ্জুর করে...