সাম্প্রতিক ভূমিকম্পের পর সিলেট অঞ্চলে বড় ধরনের ক্ষয়-ক্ষতির শঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন যে, ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে শক্তিশালী ভূ-কম্পন হলে নগরজুড়ে বড় ধরনের মানবিক ও কাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। অনেক ভবন এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা ভবিষ্যতে প্রাণঘাতী হতে পারে। নগরীতে প্রায় ৪ হাজার ভবন রয়েছে যেগুলোর নির্মাণকাল ৩০ বছরের বেশি। যার অর্ধেকই ভূমিকম্প প্রতিরোধে প্রয়োজনীয় কাঠামোগত মানদণ্ড মেনে তৈরি হয়নি কিছু ভবন মালিককে নোটিশ প্রদান, জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত এবং শহরে সচেতনতামূলক প্রচারণা চলছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় তারা জনসচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি পাঁচশ’ তাবু প্রস্তুত রেখেছেন। প্রশিক্ষকদের মাধ্যমে তাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভূ-কম্পন গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়, ‘সিলেট একটি সক্রিয় ভূ-কম্পন লাইনে অবস্থিত। বারবার...