হাব জানায়, গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা। সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, বিগত সময়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮০০ ডলারের বেশি বিমান ভাড়া নেয়া হয়েছে। যাকে তিনি অন্যায় বলে মন্তব্য করেন এবং আগামী মৌসুমে অন্তত ১০০ ডলার কম নেয়ার প্রতিশ্রুতি দেন। এ বছর হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী নেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ নিবন্ধন...