মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগানোর মতো এক চমকপ্রদ চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চীনা গবেষকরা। ‘বোন-০২’ নামের এই বিশেষ ধরনের হাড়ের আঠা শুধু হাড়ের ভাঙাই সারাবে না, ভাঙা অংশে যন্ত্রপাতি বসাতেও সহায়তা করবে। চীনের ঝেজিয়াং প্রদেশের এক গবেষক দল বুধবার (১০ সেপ্টেম্বর) নতুন এই চিকিৎসা উদ্ভাবনের ঘোষণা দেয়। নেতৃত্ব দেন স্যার রান রান শ’ হাসপাতালের সহযোগী প্রধান অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং। তিনি জানান, পানির নিচে সেতুর গায়ে শক্তভাবে লেগে থাকা ঝিনুক দেখে তার এই আঠা তৈরির অনুপ্রেরণা আসে। গবেষকদের দাবি, এই আঠা রক্তক্ষরণ চলা অবস্থাতেও দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় সঠিকভাবে জোড়া দিতে সক্ষম। আরও বড় বিষয় হলো, হাড় সেরে ওঠার সময় আঠাটি স্বাভাবিকভাবে শরীরে শোষিত হয়ে যায়। ফলে পরবর্তীতে ধাতব ইমপ্লান্ট বা স্ক্রু অপসারণের জন্য...