রাজধানীর উত্তরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক অভিনন্দন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে সমাজে কেউ অন্যায় করতে পারবে না।” আফাজ উদ্দিন আরও বলেন, “আমি আপনাদেরই ভাই ও সহযোদ্ধা। যে জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, তারই এমপি হওয়া উচিত। তারেক রহমান নির্দেশ দিয়েছেন— পূজা চলাকালে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব।” তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ভোট না হওয়ার কারণে দেশে...