যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় বেশ কিছু অস্পষ্ট বিধান রয়েছে যা ফিলিস্তিন এবং ওই অঞ্চলের ভবিষ্যতের জন্য নির্ণায়ক হয়ে উঠতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই শান্তি পরিকল্পনা উপস্থাপনের সময় এটি ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন। কিন্তু বিস্তারিত পরিকল্পনায় এমন কিছু বিষয় আছে যা বাস্তবায়ন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই ট্রাম্পের নতুন পরিকল্পনাকে ঘিরে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে যার কোনও জবাব নেই। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধের পর গাজায় একটি অরাজনৈতিক এবং টেকক্র্যাটভিত্তিক ফিলিস্তিনি কমিটির অস্থায়ী অন্তর্বর্তী শাসনব্যবস্থা থাকবে। এই কমিটিই গজার যাবতীয় বিষয় দেখভাল করবে। তবে এই কমিটি কীভাবে গঠিত হবে এবং এর সদস্যদেরকে কারা বাছাই করবে সে সম্পর্কে পরিকল্পনায় কিছু বলা হয়নি। শান্তি পরিকল্পনায় আরও...