দেশের বিভিন্ন ব্যাংক ও মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কর্মকর্তাদের নিয়ে বিকাশের কর্মশালা হয়েছে। ‘বাংলাদেশের রেমিটেন্সের পরিবর্তিত চিত্র ও উদীয়মান সম্ভাবনা’ শীর্ষক এ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকাশ জানিয়েছে। কর্মশালায় জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, টেরাপে, এনইসি করপোরেশন, মাস্টারকার্ড, ইন্সট্যান্ট ক্যাশ, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি, সিমপায়সা, হোমটাউন, ট্যাপ ট্যাপ সেন্ড, ইজিরেমিট এর মত মানি ট্রান্সফার অপারেটর কর্মকর্তারাও অংশ নেন। কর্মশালায় দেশের রেমিটেন্স খাতের বিকাশ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মূল...