টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারের পর অবশেষে জ্বলে উঠল ওয়েস্ট ইন্ডিজ। দারুণ বোলিংয়ে নেপালকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর আমির জাঙ্গু ও আকিম ওগিসের বিস্ফোরক জুটিতে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবিয়ানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয় ১০ উইকেটে। তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম ম্যাচ ও সিরিজ জয়, দুটি প্রাপ্তিই ধরা দিয়েছে তাদের এই সিরিজে। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ এটিই। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। এক বল বাকি থাকতে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১২২ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ১৫ রানে ৪ উইকেট শিকার করেন বাঁহাতি...