যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিন সময় বেঁধে দিয়েছেন। হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই দুঃখজনক হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিযাহুর সঙ্গে বৈঠকের পর তার শান্তি পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করেন। এদিন হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, হামাস শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলে তিনি ইসরায়েলকে যা করার তা করতে পূর্ণ সমর্থন দেবেন। মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউজের লনে তার শান্তি পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করে আছি।” পরিকল্পনায় সব আরব দেশ এবং মুসলিম দেশ সই করেছে। ইসরায়েলও সই করেছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, হামাস এই পরিকল্পনায় তাদের জবাব জানানোর জন্য...