বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানের বাসা ‘ফিরোজায়’ আসেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। প্রায় ৪৫ মিনিটের এই সাক্ষাতে খালেদা জিয়া ইসরায়েলি আগ্রাসনে অবর্ণনীয় দুর্দশায় থাকা গাজার নারী-শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন। রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। এনামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে এসেছেন। ম্যাডামের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেছেন। “ম্যাডাম রাষ্ট্রদূতের কাছে ফিলিস্তিন এবং গাজার অবস্থা সম্পর্কে জানতে চান। বিএনপি চেয়ারপারসন ইসরায়েলিদের গাজা দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘ,...