ঢাকা: গত ২৮ এপ্রিল স্পেনের বহু এলাকা একদিনের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া এই বিভ্রাটে জনজীবনে মারাত্মক প্রভাব পড়ে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ইউরোপের অগ্রগামী দেশগুলোর একটি হিসেবে পরিচিত স্পেনের এমন পরিস্থিতিতে অনেকেই হতবাক।প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় সৌরবিদ্যুৎ উৎপাদনে কোনও ঘাটতি ছিল না—সূর্যের আলোও ছিল পর্যাপ্ত। তবু অনেকেই দায়ী করছেন সৌরশক্তিকে। বিদ্যুৎ গ্রিডে ভারসাম্য রক্ষায় ঘাটতি, ওভারভোল্টেজ পরিস্থিতি এবং কিছু প্রযুক্তিগত ত্রুটি একসাথে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।তদন্ত এখনও চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় শুধু নবায়নযোগ্য উৎসকে দায়ী না করে পুরো বিদ্যুৎ ব্যবস্থাপনার জটিলতা বিশ্লেষণ করাই এখন জরুরি।শুরুতে অনেকে সৌরশক্তিকে দায়ী করেছিলেন, যদিও সেই সময় সূর্যের আলোর অভাব ছিল না৷স্প্যানিশ ফটোভোলটেইক ইউনিয়নের হেক্টর ডি লামা জানান, ‘‘গ্রিড কোড অনুযায়ীসৌর বিদ্যুৎকেন্দ্রগুলো কাজ করেছে৷ বিভ্রাটের কারণে বিদ্যুৎ...