রাষ্ট্রীয় সংস্থা আইসিপি জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং পর্যটকদের আকৃষ্ট করা। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনোদন ও পর্যটন খাতে অবদান রাখার মতো মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে এর মূল উদ্দেশ্য। নতুন ৪ ভিসার ধরন হলো-১. কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা: এই ভিসা একক বা একাধিকবার দেশটিতে প্রবেশের জন্য নির্ধারিত সময় উল্লেখ করে দেয়া হবে। প্রত্যেক আবেদনকারীর অবশ্যই স্পন্সর বা হোস্ট প্রতিষ্ঠান থাকতে হবে, যারা প্রযুক্তি খাতে সরকার অনুমোদিত। ২. বিনোদন ভিসা: অস্থায়ীভাবে বিনোদনের উদ্দেশ্যে আগত বিদেশিদের জন্য এ ভিসা প্রযোজ্য। ৩. ইভেন্ট ভিসা: মেলা, প্রদর্শনী, কনফারেন্স, সেমিনার, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয়, কমিউনিটি বা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য অস্থায়ী ভিসা হচ্ছে এটি। এ ক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠান (সরকারি বা বেসরকারি) স্পন্সর হিসেবে...