ঢাকা: জীবনে কখন প্রেম আসবে, তা আগে থেকে বলা যায় না। কে কখন কার মনে দোলা দেয়, সেটাও পূর্বনির্ধারিত থাকে না। চলার পথে হঠাৎ কাউকে খুব অনন্য মনে হতে পারে—যাকে দেখলে মনটা অস্থির হয়ে যায়, মনে হয়, যেন তাকেই খুঁজছিলাম এতদিন। এমন অনুভবই হয়তো প্রেমে পড়ার সূচনা।প্রথম প্রেমে ভালো লাগার মাত্রা থাকে সবচেয়ে বেশি। আবেগ থাকে প্রবল, বাঁধন থাকে না—সবকিছুই নতুন, রঙিন ও স্বপ্নময়। তবে সমস্যা হলো, এই সম্পর্কের কোনো পূর্ব অভিজ্ঞতা আমাদের থাকে না। তাই প্রথম প্রেমকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে কিছু বিষয় মনে রাখা খুব জরুরি।নতুন হোক কিংবা পুরনো—প্রত্যেক সম্পর্কের জন্য সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, প্রথম প্রেমে আরও বেশি করে মনোযোগ দিতে হয়। জীবনে কাজ থাকবে, ব্যস্ততা আসবেই, কিন্তু এর মাঝেও প্রিয় মানুষটির জন্য সময় বের করতে...