জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ উপজেলার ভাগলপুর গ্রামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপ। এ সময় হামলাকারীরা গৃহবধূকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মুছলিমা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমা বাড়ির একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন ও তার সহযোগী কয়েকজন মিলে তাদের বাধা প্রদান করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমার ওপর হামলা চালায়। হামলাকারীরা আরিফ হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় আরিফ হোসেনকে বাঁচাতে তার স্ত্রী মুছলিমা এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর করে ও শ্লীলতাহানি করে।আরও পড়ুনআরও পড়ুনপুকুর নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা এ সময় এলাকাবাসী তাদের...