সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরে গড়ে উঠেছে একটি চোরাকারবারি সিন্ডিকেট। আমদানি পণ্যের আড়ালে এ সিন্ডিকেটের চোরাচালান বন্ধের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের তিনটি ব্যবসায় সংগঠন। মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ও সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন। তারা বলেন, এ বন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। আমদানি করা পণ্যের ওপর সরকার প্রতি বছর প্রায় এক হাজার দুইশত কোটি টাকা আদায় করে থাকে রাজস্ব। দেশের বিভিন্ন প্রান্তের আমদানি-রপ্তানিকারকসহ জেলার আমদানি-রপ্তানিকারকরা এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। কিন্তু সীমান্তের দুইপাশের সোনামসজিদ স্থলবন্দর ও মহদিপুর স্থলবন্দরে একটি সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট। এই সিন্ডিকেট বৈধ পথ অবলম্বন করে...