চট্টগ্রাম:অযৌক্তিক করের বোঝা ও নীতিগত সহায়তার অভাবে দেশের সিমেন্ট শিল্প অস্তিত্ব সংকটের মুখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। সম্প্রতি বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সামগ্রিক অর্থনৈতিক মন্দায় অনেক প্রতিকূলতার মধ্যে সিমেন্ট কোম্পানিগুলো লোকসানের মুখে উল্লেখ করে তিনি বলেন, সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানির ওপর প্রায় ২ শতাংশ অগ্রীম আয়কর (এআইটি) আরোপ করা হয়েছে। কর কর্মকর্তারা কাঁচামালের অতিরিক্ত দামে শুল্কায়ন করেন, ফলে অসম চাপ তৈরি হচ্ছে এ শিল্পে। ধরুন, প্রতি টন ক্লিংকার ৪৫ বা ৪৭ ডলারে কেনা হয়, কর কর্মকর্তারা প্রতি টন ৫২ দশমিক ৫ ডলার ধরে এআইটি নির্ধারণ করেছেন। স্ল্যাগের ওপর আরও ৩ শতাংশ এআইটি আরোপ করা হয়। প্রতি টন ৩০ ডলারে শুল্কায়ন করা হয় যেখানে প্রকৃত মূল্য ১৯ ডলার। চুনাপাথর আমদানির...