বগুড়ার কাহালুতে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরার সময় প্রতিপক্ষের লোকজন সোহেব সরকার রাহুল (২৮) নামে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি- ওয়াকফ স্টেটের পুকুর নিয়ে বিরোধে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতার লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জেলার নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ, স্বজন ও গ্রামবাসী জানান, বগুড়া শহর যুবদলের ১৩নং ওয়ার্ড শাখার সভাপতি সোহেব সরকার রাহুল বগুড়ার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ি গ্রামের আবদুস সোবাহান সরকারের ছেলে।আরও পড়ুনআরও পড়ুনখাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত’ মেলেনি কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামে...