শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করেছে 'জুম্ম ছাত্র-জনতা'। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে অবরোধ কার্যক্রম স্থগিত থাকবে এবং এটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর হবে না। গত কয়েক দিন ধরেই অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও গুইমারাসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষসহ নানা ঘটনা ঘটে। এদিকে আলোচিত মামলাটিতে নতুন মোড় এসেছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর...