বাংলাদেশে জমি দখল ও মালিকানা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে থাকেন। প্রশ্ন আসে—দলিল না থাকলেও যদি কেউ দীর্ঘ সময় ধরে জমি দখল করেন, তবে কি তিনি সেই জমির মালিক হতে পারেন? বিশেষ করে, যদি কেউ ১২ বছর বা তার বেশি সময় কোনো জমি ব্যবহার করেন, তাহলে কি আইনের চোখে তিনি মালিক বলে গণ্য হবেন? আইন অনুযায়ী, ১৯০৮ সালের ‘তামাদি আইন’ এই বিষয়ে নির্দেশ দিয়েছে। আইন বলে, যদি কেউ কোনো জমি নিরবিচারে, শান্তিপূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে ১২ বছর ধরে ব্যবহার করেন, এবং প্রকৃত মালিক সেই সময়ে উচ্ছেদের জন্য কোনো আইনগত ব্যবস্থা না নেন, তবে দখলকারী সেই জমির মালিকানা দাবি করতে পারেন। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। ১. নির্বিচার ও শান্তিপূর্ণ দখলজমি ধারাবাহিকভাবে, বিরতিহীন এবং শান্তিপূর্ণভাবে দখল থাকতে হবে। মাঝখানে কোনো সংঘাত...