২০২৬ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকবে বাংলাদেশ ২০২৬ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকবে বাংলাদেশ। এই সময়ে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ, এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আগের অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৪ শতাংশ।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) চলতি মাসের সংস্করণে বলা হয়েছে, একই সময়ে ভুটানের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ এবং ভারতের সাড়ে ৬ শতাংশ, যা যথাক্রমে দ্বিতীয় ও প্রথম অবস্থান। অপরদিকে, আফগানিস্তানের প্রবৃদ্ধি হবে সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ৭ শতাংশ। পাকিস্তান ও শ্রীলঙ্কা পাবে ৩ শতাংশ প্রবৃদ্ধি। বিপরীতে, কাজাখস্তানে তেল উৎপাদন বৃদ্ধি এবং জনসাধারণের অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধির কারণে ২০২৫ সালের জন্য মধ্য এশিয়ার পূর্বাভাস সংশোধিত করা হয়েছে। তবে, ২০২৬ সালের পূর্বাভাস কমানো হয়েছে প্রাথমিকভাবে আজারবাইজানে হাইড্রোকার্বন...