চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের আমেজে উৎসবমুখর ক্যাম্পাস। নির্বাচন ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সরাসরি লিফলেট, হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি অনলাইনেও চলছে প্রচারণা। নানা কৌশল আর প্রতিশ্রুতিতে নির্বাচনি প্রচার-প্রচারণায় বাজিমাত করছেন নারী প্রার্থীরা। আবাসিক হল, শাটল ট্রেন, কিংবা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ভোটারদের কাছে টানতে চেষ্টা করছেন তারা। সংকট নিরসনের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন নারী প্রার্থীরা। তবে অনলাইন ও অফলাইনে ব্যাপক সাড়া পেলেও সাইবার বুলিং, স্লাটশেমিং, ট্যাগিং ও ভুয়া ফ্রেমিংয়ের শিকার হচ্ছেন বলেও জানান তারা। চাকসু নির্বাচন ঘিরে আলোচনায় আছেন বেশ কয়েকজন নারী প্রার্থী। চায়ের আড্ডা, শাটল ট্রেন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যন্ত আলোচনা হচ্ছে তাদের নিয়ে। শীর্ষ তিন পদের মধ্যে ভিপি পদে নেই কোনো নারী প্রার্থী। জিএস পদে বিনির্মাণ শিক্ষার্থী...