বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, ঢাকা-৫ আসনের উদ্যোগে আয়োজিত ছাত্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই সমান সুযোগ নিশ্চিত করে, জুলাই সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে হতে হবে। তিনি বলেন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেছেন, রক্তের স্রোতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যদি গণআন্দোলনের চেতনা থেকে সরে যায়, তবে তা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনকে ধ্বংস করেছে, চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ক্যান্টনমেন্টে পরিণত করে ছাত্রদের রক্তে রাজনীতি চালিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে যাত্রাবাড়ীর আন নুর কমিউনিটি সেন্টারে ছাত্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও...