চট্টগ্রাম:দেশের প্রধান সমুদ্রবন্দরে বর্ধিত ট্যারিফ (মাশুল) কার্যকর হচ্ছে আগামী ১৫ অক্টোবর (১৪ অক্টোবর রাত ১২টায়)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরের ‘ট্যারিফ অন গুডস অ্যান্ড ভ্যাসেলস এটসেটরা ফর চিটাগাং পোর্ট অথরিটি ২০২৫’ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এসআরও নম্বর ৩৬৪-আইন/২০২৫ (১৪ সেপ্টেম্বর) এর মাধ্যমে জারি করা হয়েছে। জারি করা গেজেট অনুযায়ী চবক ট্যারিফ ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকরের নির্দেশনা রয়েছে।পরবর্তীতে এ বিষয়ে বন্দরের বোর্ড সিদ্ধান্ত (নম্বর ১৯৬৩২, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৫) অনুযায়ী ট্যারিফ ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৫ অক্টোবর থেকে কার্যকরের সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষিতে ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে অ্যারাইভেল ডেট বিবেচনা করে চট্টগ্রাম বন্দরে আসা সব জাহাজের ভ্যাসেল বিল, কনটেইনার ও...