গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেন, আমরা এখন কেবল হামাসের অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, সব আরব দেশ ও মুসলিম দেশগুলো এই প্রস্তাবে সই করেছে। ইসরায়েলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি। হোয়াইট হাউজের লনে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ বন্ধে তাঁর দেওয়া ২০ দফা প্রস্তাবই শান্তির একমাত্র বাস্তবসম্মত পথ। যদি হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে,...