ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম মনির (৫০) চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস আই তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত এসএম মনির গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান কমিটির সদস্য এবং ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী। তিনি গোপালগঞ্জ সদরের ব্যাংক পাড়ার জহিরুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর এ-১৫২১১১৬৪। তার নামে গত ২২ জুলাই গোপালগঞ্জ সদর থানায়...