গাজার উদ্দেশ্যে সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক বহর উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছালে ইতালি নৌবাহিনীর জাহাজ তাদের অনুসরণ করবে না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহর নির্ধারিত সীমায় পৌঁছালে ইতালীয় ফ্রিগেট থেমে যাবে। তখন কর্মীদের উদ্দেশ্যে দুটি সতর্কবার্তা দেওয়া হবে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের ওই বহরে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে আরোহী হিসেবে আছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী। এছাড়া রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই বহর পরিচালিত হচ্ছে। ইতালি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সংকট এড়াতে সরকার আগেই জানিয়েছিল নৌবাহিনী একটা সীমার পর পিছু হটবে।...