এমএসএফের প্রধান নির্বাহী মোহাম্মদ সাইদুর রহমান বলেন, মব সন্ত্রাসের বিপরীতে সরকারের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা চরমে পৌঁছেছে। কিছু ক্ষেত্রে মব সন্ত্রাসে সরকারের উসকানিও আছে বলে মনে হয়েছে। প্রতিবেদনটি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরেছে। এই প্রতিবেদনে দেখা যায়, গণপিটুনিতে নিহতের সংখ্যা সামান্য বেড়ে আগস্টের ২৩ জন থেকে সেপ্টেম্বরে ২৪ জনে দাঁড়িয়েছে। ‘আইন হাতে তুলে নেয়ার’ এই লাগামহীন প্রবণতা সমাজে বিচারহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের গভীর সংকটকে স্পষ্ট করে তুলেছে বলে মনে করে এমএসএফ। প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে চুরির সন্দেহে স্থানীয় লোকজনের মারধরের শিকার হয়ে চারদিন পুলিশ হেফাজতে থাকার পর হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে, সহিংসতা শুরু হয় গণপিটুনি দিয়ে, আর এর জের চলে রাষ্ট্রীয় হেফাজতে গিয়েও। গণপিটুনির এই সংস্কৃতি রাষ্ট্রের...