ভাঙনের সুর লেগেছে অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসারে। বিশ্বখ্যাত গায়ক কিথ আরবানের সঙ্গে নিকোলের দাম্পত্য জীবনের অবসান ঘটতে চলেছে। আর এই তারকা দম্পতির বিচ্ছিন্ন হওয়ার সংবাদ নিশ্চিত করেছে বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম টিএমজেড।পঞ্চাশোর্ধ্ব কিডম্যান ও আরবানের প্রথম পরিচয় ঘটে ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে। সেই পরিচয়ের এক বছরের মাথায় বাগদান হয়। এরপর ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন তারা। তাদের দুই কন্যাÑসানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)। দাম্পত্য জীবনের সূচনালগ্নেই কিথ আরবানের মদ্যপানের আসক্তিতে হস্তক্ষেপ করেছিলেন কিডম্যান, যার ফলে গায়ক পুনর্বাসন কেন্দ্রে যান। পরবর্তী সময়ে গায়ক স্বীকার করেন, তার জীবনে ফেরার পথে কিডম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।নিকোল কিডম্যান ও কিথ আরবান দুজনেই অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছেন। ২০১০ সালে অপরাহ উইনফ্রের শোতে আরবান বলেন, আমি এখন পেছন ফিরে দেখলে বুঝি, নিক...