‘আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে এলাকায় না থাকতে পারে’- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এমন নির্দেশনার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশে দেখা যায়, ‘আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে না থাকতে পারে’ এ ব্যাপারে থানার ওসিদের নির্দেশনা দেয়া হয়েছে। পরে মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘এই নির্দেশনায় শব্দগত ভুল রয়েছে’। আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। তাদের বিরুদ্ধে এটি তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত: এসএমপি কমিশনার প্রবাসী তান্নার স্ট্যাটাস, ‘আপনারা আদেশ দেন, মাঠে যারা আছে তারা কাজ করে, পরবর্তী সময়ে দুর্ঘটনা ঘটে মাঠে, আওয়ামী লীগ ও অতীতের আমলে পুলিশ জানা যায়, সম্প্রতি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক করেন পুলিশ কমিশনার। ওই বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে...