নিউইয়র্কের ফ্লোরাল পার্কের বাংলাদেশ বেদান্ত সোসাইটির দুর্গাপূজা গত শনি ও রবিবারে পালিত হয়েছে। আবার জ্যাকসন হাইটসে অবস্থিত সত্যনারায়ণ মন্দিরের দুর্গাপূজা চলবে পুরো পাঁচদিনই। এভাবেই নিউইয়র্কে কোথাও পূজা শেষ আবার কোথাও পূজা শুরু। তবে সব পূজায়ই ধর্মীয় ভারগাম্ভীর্য থাকে। পাশাপাশি থাকে প্রসাদ। চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই শুরু ও শেষের মধ্যেই পক্ষকালজুড়ে নিউইয়র্কে চলে শারদীয় দুর্গোৎসব। পূজাকে কেন্দ্র করে পুরো শহর মেতে উঠেছে উৎসবের আমেজে। এবছর প্রায় ৩৬টি বেশি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাগুলোতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ আসেন। যারা অন্যধর্মের তারা আসেন মূলত সবার সঙ্গে দেখা করতে। তবে এখানকার আকর্ষণীয় পূজা টাইমস স্কয়ারের মুক্ত মঞ্চে। এই মঞ্চে দুটো পূজা হচ্ছে। এর মধ্যে একটি ১ ও ২ অক্টোবর এবং পরেরটি আগামী ৩ ও ৪ অক্টোবর।...