হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দুটি লাগেজ থেকে ৯২৫টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। কচ্ছপগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাচার হচ্ছিল। আজ মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলো দুই প্রজাতির। স্টার টরটয়েজ (Star Tortoise) ও কড়িকাইট্টা (Indian Roofed Turtle)। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর ওজন প্রায় ৫৮ কেজি। জব্দ করা কচ্ছপগুলো বাংলাদেশ হতে কুয়ালালামপুর পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ ও ৩৪ (খ) এবং বিশেষ ক্ষমতা আইন,...