৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা বাদে প্যারিসের এক অভিজাত হোটেলের ২২ তলার ঘর থেকে উদ্ধার হয়েছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ। ওই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা দেখা দিয়েছে। যদিও প্যারিস পুলিশ প্রাথমিক তদন্ত শেষে অনুমান করছেন, আত্মহত্যা করেছেন ওই বর্ষীয়ান কূটনীতিবিদ। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফ থেকে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। মৃত এনকোসিনাথি ইমান্যুয়েল নাথি মেথওয়া দক্ষিণ আফ্রিকায় বেশ জনপ্রিয় নেতা হিসাবেই পরিচিত ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির শিল্পকলা ও সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শিল্পকলা ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছিলেন। পরে ফ্রান্সে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ...